মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেওয়ার বিষয়টি বাংলাদেশের অস্তিত্ব ও নিরাপত্তার সঙ্গে জড়িত। অথচ সমাজের কারও সঙ্গে আলোচনা ছাড়াই সরকার এ বিষয়ে এগিয়েছে। রাখাইনে মানবিক করিডর স্থাপনের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা নেই। সরকারের এমন তৎপরতা বন্ধ করা উচিত। মিয়ানমারকে কোনো করিডর, চ্যানেল দেওয়ার সুযোগ নেই।

‘বাংলাদেশের ভূরাজনৈতিক নিরাপত্তা: প্রেক্ষিত মানবিক করিডর’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব বিষয় উঠে এসেছে। শনিবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালিসিস।