অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আল নাসরেই চুক্তিবদ্ধ হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি ক্লাবের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি সেরেছেন পর্তুগালের অধিনায়ক। চুক্তির বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সিআর সেভেন।

সামাজিক মাধ্যমে ২০২৭ লেখা এক জার্সি হাতে ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু। একই প্যাশন, একই স্বপ্ন নিয়ে। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।’

পর্তুগাল অধিনায়কের পোষ্ট

অথচ, সর্বশেষ সৌদি প্রো লিগের শেষ ম্যাচ খেলে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে রোনালদো জানিয়েছিলেন, এই অধ্যায় শেষ। অর্থাৎ, আল নাসরে যে আর থাকছেন না তার ইঙ্গিতই দিয়েছিলেন। কিন্তু বাস্তবে সম্পর্কটা আরো দুই বছরের জন্য জোরালো করলেন। থাকছেন ৪২তম বসন্ত পর্যন্ত।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। দলটির হয়ে এখন পর্যন্ত সবমিলিয়ে ১১১ ম্যাচ খেলে ৯৯ গোল করেছেন। সর্বশেষ দুই মৌসুমে গোলের বন্যা বইয়ে দিলেও স্বপ্নটা পূরণ হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর। সেই স্বপ্ন হচ্ছে দলের হয়ে শিরোপা জেতা। তাই স্বপ্ন পূরণ করে একসঙ্গে ইতিহাস গড়ার কথাই জানিয়েছেন রোনালদো।