
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সাভারে যুবদলের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) বিকেলে সাভারের কলমা এলাকার সেবাকুঞ্জ রিসোর্ট মাঠে এই সভা আয়োজন করা হয়। ব্যানার ও ফেস্টুনসহ মিছিল নিয়ে আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন, এবং এরপর শুরু হয় আলোচনা সভা।
সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফেরার পর আনন্দ শোভাযাত্রার আয়োজনের কথাও তুলে ধরেন।
এছাড়া অনুষ্ঠানে সাভার যুবদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা যুবদলের সাবেক সহসভাপতি হেদায়েত উল্লাহ সাচ্চু, সাভার থানা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. শাহীন মাহমুদ এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাদ্দাম।
এ সময় অন্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন—কাউন্দিয়া ইউনিয়ন যুবদল নেতা মো. মাহফুজুর রহমান, কাউন্দিয়া ইউনিয়ন যুবদল নেতা তুষার চন্দ্র সরকার, বিরুলিয়া ইউনিয়ন যুবদল নেতা আব্দুল লতিফ, বিরুলিয়া ইউনিয়ন যুবদল নেতা আশরাফ হোসেন, সাভার সদর ইউনিয়ন যুবদল নেতা নাসির, সাভার ইউনিয়ন যুবদল নেতা পারভেজ, বনগাঁও ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার হোসেন, যুবদল নেতা শহিদুল ইসলামসহ সাভার ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।





