
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৫৪২ বোতল বিভিন্ন ধরনের ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ এ তথ্য জানায়।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুক দুলালী মহিষতুলী গ্রামে মোঃ সমির উদ্দিন ওরফে সমুর বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট পরিমাণ ৫৪২ বোতল মাদক জব্দ করে ও আয়না বেগম (৪০) কে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মাদকের মধ্যে ৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল (Phensedyl) ও ১৩৩ বোতল ফেয়ারডিল (Fairdyl)।
গ্রেপ্তারকৃত আয়না বেগম ও তার স্বামী মো: সমির উদ্দিন ওরফে সমু দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফেনসিডিলজাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। তারা মাদক পরিবহন ও ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করতেন বলেও জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।





