মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দীর্ঘ প্রবাস জীবন শেষে রাজপথের লড়াকু নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার জনপদে এখন সাজ সাজ রব। আগামী ২২ জানুয়ারি প্রিয় নেতার আগমনী বার্তায় উচ্ছ্বসিত জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এক বিশাল প্রস্তুতি সভার আয়োজন করেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শহরের পুনিয়াউটস্থ বাসভবনে এক আবেগঘন পরিবেশে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত নেতৃবৃন্দের চোখে-মুখে ছিল দীর্ঘ প্রতীক্ষিত নেতাকে বরণ করে নেওয়ার দৃঢ় প্রত্যয়।

সিলেটের পুণ্যভূমি থেকে মাজার জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণার শুভ সূচনা করে তারেক রহমান যখন রাজধানী অভিমুখে ফিরবেন, তখন সরাইলের কুট্টাপাড়ায় তাকে এক অভূতপূর্ব সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের ১৪টি ইউনিটের প্রতিনিধিরা তাদের হৃদয়ের আবেগ মিশিয়ে বক্তব্য রাখেন।

এই প্রস্তুতি সভা কেবল একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং তৃণমূল কর্মীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের এক মহড়া হিসেবে রূপ নিয়েছে। প্রিয় নেতার আগমনে ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশদ্বার সরাইল যেন এক জনসমুদ্রে পরিণত হয়, সেই লক্ষ্যেই ঐক্যবদ্ধভাবে কাজের শপথ নিয়েছেন উপস্থিত হাজারো নেতাকর্মী।