মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণ সঞ্চারকারী টাউন খালকে তার হারানো যৌবন ও স্বচ্ছতা ফিরিয়ে দিতে শুরু হয়েছে এক ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম, যা শহরবাসীর মনে নতুন করে আশার আলো জাগিয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই মহতী উদ্যোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন পৌর প্রশাসক শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

খালের পাড়ে সমবেত গণমাধ্যম কর্মীদের ক্যামেরার ফ্ল্যাশ আর সাধারণ মানুষের কৌতূহলী চোখের সামনে জেলা প্রশাসক যখন এই কার্যক্রমের সূচনা করেন, তখন দীর্ঘদিনের অবহেলিত ও বর্জ্যে ঠাসা এই জলাশয়টির ভাগ্য বদলের এক দৃঢ় অঙ্গীকার ধ্বনিত হয়।পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসনের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছেন নদী ও প্রকৃতি সুরক্ষা নিয়ে কাজ করা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর নিবেদিতপ্রাণ সদস্যগণ।

খালের প্রবাহ সচল করতে এবং দূষণমুক্ত পরিবেশ গড়তে তাদের এই অংশগ্রহণ পুরো কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিয়েছে। দীর্ঘ সময় ধরে পলিথিন, গৃহস্থালি বর্জ্য আর দখলদারিত্বের কবলে পড়ে মরা খালে পরিণত হওয়া এই জলপথটিকে বাঁচাতে জেলা প্রশাসনের এই সরাসরি হস্তক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবাদীরা।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এটি কেবল একদিনের লোকদেখানো কর্মসূচি নয়, বরং একটি টেকসই পরিকল্পনার অংশ যা সম্পন্ন হলে খালের পানি আবার স্বচ্ছ হবে এবং শহরের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে। উপস্থিত জনতা এবং সচেতন নাগরিকদের কণ্ঠে আজ একটাই সুর—সব বাধা পেরিয়ে এবার সত্যিই ভালো কিছু হবে এবং টাউন খাল ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য।