
মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। আজ রোববার সকাল ১০টায় শহরের কাউতলী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ‘ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া’ নামক একটি সংগঠনের ব্যানারে শান্তিপূর্ণ অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান যে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। অবস্থা এতটাই শোচনীয় যে রাত ১০টার পর চুলায় আর আগুন জ্বলে না। দীর্ঘদিনের এই দুর্ভোগ চরমে পৌঁছানোয় সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
আন্দোলন চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর কোনো সমাধান না এলে পুনরায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।





