
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ফেরদৌস (৪৫) নামে এক পরিশ্রমী কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ব্যস্ততম এলাকা তারাগুনিয়া থানামোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফেরদৌস দফাদারপাড়ার বাসিন্দা আজিম উদ্দীন দফাদারের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) দিলরুবা খাতুন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
ফেরদৌস একজন সৎ ও কর্মঠ মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার এই আকস্মিক ও অকাল প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে সড়কে অনিয়ন্ত্রিত গতির বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা মোটরসাইকেলসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





