
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ হামলায় মো. আলী উজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলা হাবাসপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক বহনের অভিযোগে পলাশ নামের এক মাদক ব্যবসায়ীসহ তার সহযোগীদের আটক করতে গেলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার একপর্যায়ে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে কর্মরত কনস্টেবল মো. আলী উজ্জামানের মাথার ডান পাশের উপরের অংশে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. একরামুল হক জানান, আহত পুলিশ সদস্যের মাথায় সেলাই দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





