লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে চাড়াল কাটা নদী খননের স্তুপকৃত বালু পরিবহনের দায়ে মোরশেদুল ইসলাম নামে এক ব্যাক্তির ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, শনিবার বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুড়াকুটি দোলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে লুৎফর রহমানের ছেলে মোরশেদুল ইসলামকে বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। সেই সাথে তাকে সাবধান করা হয়েছে। পুনরায় এ ঘটনা পুনরাবৃত্তি করলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।