
আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শিহাব উদ্দিনের ছেলে মো. হিরা বাবু (২৭) এবং কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে বিপুল হোসেন (২২)।
পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ধুনট থানার দুই উপ-পরিদর্শকের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ধুনট থানায় চলতি বছরের দুটি পৃথক সময়ে মামলা দায়ের করা হয়। এসব মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





