
আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বগুড়ার ধুনটে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বাদ আছর ধুনট বাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজার মসজিদ এলাকা হয়ে ধুনট সিএনজি স্ট্যান্ড অতিক্রম করে জিরো পয়েন্ট প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রুহুল আমিন নোমানের সঞ্চালনায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের একজন অগ্রনায়ক শহীদ ওসমান হাদিকে প্রকাশ্যে হত্যা করা হলেও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ ও স্পষ্ট ব্যাখ্যার অভাবে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে।
বক্তারা বলেন, দিনদুপুরে একজন বিপ্লবীকে হত্যা করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি চলতে থাকলে দেশে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। অবিলম্বে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
সমাবেশে ছাত্রনেতা জিন্নাহু রহমান রাকিব বলেন, “আমরা এখানে শোক প্রকাশ করতে আসিনি। আমরা এসেছি ন্যায়বিচারের দাবি জানাতে। ঘাতকেরা ভেবেছিল কয়েকটি বুলেট দিয়ে হাদির ইনসাফ ও ইনকিলাবের স্বপ্ন শেষ করে দেবে। কিন্তু এক হাদি শহীদ হলেও আজ কোটি কোটি হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছে।”
তরুণ সংগঠক মাওলানা রবিউল ইসলাম বলেন,
“হাদিকে হত্যার মাধ্যমে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা বিপ্লবীদের ভয় দেখানো হচ্ছে এবং খুনিদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। অতীতের মতো আজও দমন-পীড়নের নতুন বয়ান তৈরির চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, হাদি ভাইয়ের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত থাকবে।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।





