বিশেষ প্রতিনিধি, মোঃ আসাদুজ্জামানঃ আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।

আজ রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সদ্য সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টামণ্ডলী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

তিনি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হলেন, যিনি গতকাল (২৭ ডিসেম্বর) অবসরে গিয়েছেন। গত ২৩ ডিসেম্বর সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এই পদে নিয়োগ দেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন এবং তার পিতা এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন।

প্রধান বিচারপতি হিসেবে তার নিয়োগ আজ শপথ গ্রহণের মুহূর্ত থেকে কার্যকর হয়েছে।