
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও দলীয় মনোনীত প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার সময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা ভূমি সহকারী কমিশনার প্রদীপ কুমার দাসের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে নায়েবে আমির আরোজ উল্লাহ, ডা. আব্দুল্লাহ আল নোমান, সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল ও সহকারী সেক্রেটারি রাশিদুল ইসলাম। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ এবং দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে মাওলানা বেলাল উদ্দিন বলেন, “ইনসাফভিত্তিক দেশ গঠন করতে হবে। দেশ চলবে কোরআন ও হাদিসের আলোকে। আমাদের সমাজভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান হবে না। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।”





