
লালমনিরহাট প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার (১৩ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট ৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আমরা জান্নাতের টিকিট দিতে পারব না কিন্তু উন্নয়ন দিতে পারবো। আমরা ব্রিজ দিতে পারি, রাস্তা দিতে পারি, স্কুল দিতে পারবো। জান্নাতের মালিক আমরা নই, মহান আল্লাহ’।
তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। এ ঘটনায় তারেক রহমান নিন্দা জানিয়েছেন এবং বিএনপির মহাসচিব তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে দুলু বলেন, নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করতে হবে। এখনো যেসব অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে বিএনপি দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে এবং এই সময়ে দলটি বহু সহযোদ্ধাকে হারিয়েছে। বিএনপি চায় না নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি ঘটুক।
দুলু সর্তক করে বলেন, জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে, তাকেই আমরা স্যালুট করব। নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মনে কোনো ভয় থাকা চলবে না। নির্বাচন যেন আনন্দ-উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়—এ জন্য সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো উসকানিমূলক বক্তব্য দেন না। তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময়ে বলেছেন—বিজয়ীরা যদি পরাজিত শক্তির ওপর প্রতিশোধ নেয়, তবে বিজয়ের আনন্দ থাকে না। এত জুলুম-নির্যাতনের পরও তিনি কখনো প্রতিশোধের কথা বলেননি।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলাসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





