
মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটির কুতুবছড়ি বাজারে রবিবার সকাল ৭টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত গণসংযোগ করেছেন ২৯৯ নং রাঙামাটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ। স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তিনি দলের বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
গণসংযোগ কর্মসূচিতে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি আবদুস সালাম, পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার এবং পৌরসভা এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, ৬ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার মোঃ ইব্রাহিম, মোঃ ইউসুফ, মোঃ জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
মাঠপর্যায়ের নেতা-কর্মীদের তৎপরতায় কুতুবছড়ি বাজার এলাকায় পুরো সময়জুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয় বলে জানান স্থানীয়রা।





