
বিশেষ প্রতিনিধি, মোঃ আসাদুজ্জামান।
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চারজনের মধ্যে তিনজনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন—নুরনাহার বেগম (৪৫), রিমু আক্তার (২২) (নুরনাহারের মেয়ে) ও রায়ান (৩) (রিমু আক্তারের ছেলে/নাতনি)। এছাড়া একজন অজ্ঞাত ব্যক্তি (আনুমানিক ৫৫ বছর বয়সী) ও এই দূর্ঘটনায় নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চার যাত্রী নিহত এবং শিশুসহ আরও চারজন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউ মডার্ন পরিবহনের বাসটি কুয়াকাটা থেকে মেহেরপুর যাচ্ছিল। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে।





