
ঢাকার ধামরাইয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ধামরাইয়ের ডাউটিয়া ইসলামিয়া এতিম মাদ্রাসার মাঠ প্রঙ্গনে ঢাকা জেলা যুবদল এর আয়োজনে কোরআন খতম দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এর নেতৃত্বে কয়েক হাজার মুসুল্লি ও এলাকায় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বেগম খালেদা জিয়া এদেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য গনতন্ত্রের জন্য তিনি যে পরিমান সেক্রিফাইস করেছেন তিনি যেভাবে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য নিজের জীবনকে সবসময় উৎসর্গ করেছেন তিনি কোনো দিন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই তাকে সব থেকে বেশি নির্যাতিত করেছে নিপিড়ীত করেছে তিনি তাদের কেউ বলেছেন যে আমরা একদিন সুন্দর বাংলাদেশ গড়বো যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মোঃ আনোয়ার সুলতান, সাভার (ঢাকা)।





