লালমনিরহাট প্রতিনিধি: বিচারক আহসান হাবীব লালমনিরহাটের নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন। সোমবার (১ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

সূত্র মতে, যুগ্ম জেলা ও দায়রা জজ পদ হতে জুডিসিয়াল সার্ভিসের ২য় গ্রেডে পদোন্নতি প্রাপ্ত হয়ে আহসান হাবীব লালমনিরহাটে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁর দায়িত্ব শুরু করেন।

উল্লেখ্য, এর আগে তিনি একই জেলায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বিচারপ্রার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার কারণে জেলার বিচারাঙ্গনে তাঁর সুনাম ইতোমধ্যেই প্রতিষ্ঠিত।

পুনরায় তাঁর যোগদানকে ঘিরে লালমনিরহাট আদালতপাড়ায় আনন্দ ও আশার সঞ্চার হয়েছে। বিচার বিভাগের কর্মকর্তারা মনে করছেন—লালমনিরহাট জেলা বিচার বিভাগে নতুন প্রাণ সঞ্চার হল। সৎ, দক্ষ ও মেধাবী নেতৃত্বে বিচারসেবা আরও গতিশীল ও জনবান্ধব হবে।