
রাজধানী ঢাকার সাভারে ১৮ হাজার ১ টাকা মজুরিরসহ ৫টি গ্রেডে সরকার ঘোষিত নুন্যতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চামড়াশিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে কর্মরত কয়েক হাজার শ্রমিকরা। এসময় আন্দোলনরত শ্রমিকরা বিসিকের আঞ্চলিক সড়কে অবরোধ করে আগুন দেয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিসিক চামড়া শিল্প নগরীতে অবস্থান নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল পালন করেন ট্যানারি শ্রমিকরা। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
পাঁচটি বেতন গ্রেড হল:
গ্রেড-১: ২৯.২০০ টাকা
গ্রেড-২: ২৫.৫০০ টাকা
গ্রেড-৩: ২২০০০ টাকা
গ্রেড-৪: ২০২৫০ টাকা ও
গ্রেড-৫: ১৮,০০১ টাকা।
এছাড়া অন্যান্য দাবিগুলো হলো: প্রতিটি কারখানায় শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত, শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র দিতে হবে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর পরিদর্শন কার্যক্রম স্বচ্ছ, কার্যকর ও জোরদার করতে হবে, স্থায়ী কাজে কোন অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না, মধ্যস্বভোগী বেআইনি কন্ট্রাক্টরের মাধ্যমে শ্রমিকদের কাজ করানো অবিলম্বে বন্ধ করতে হবে, দীর্ঘদিনের অভিজ্ঞ শ্রমিক ছাটাই ও টারমিনেশন বন্ধ করতে হবে। অবিলম্বে শ্রমিকদের জন্য একটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন করতে হবে, শ্রমিকদের জন্য স্বল্প মূল্য ক্যান্টিন ও আবাসন ব্যবস্থা চালু করতে হবে, প্রস্তুতি কল্যাণ সুবিধাসহ নারী শ্রমিকদের সকল সুযোগ সুবিধা দিতে হবে, আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ মোতাবেক শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে, ট্যানারি শিল্পে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর ও সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে।
চামড়া শ্রমিকরা বলেন, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপর তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনো বাস্তবায়ন করেননি মালিকরা। নানা বাহানায় মালিকপক্ষ শুধু সময়ক্ষেপণ করছেন। তাই বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নেন শ্রমিকেরা।
মোঃ আনোয়ার সুলতান, সাভার (ঢাকা)।





