আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে ১৩৩ ভোটের মধ্যে ১২৩ ভোট পেয়ে বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। এটা নিশ্চিত করেছেন বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘বাফুফে নির্বাচন ২০২৪ এ ১৩৩ ভোটের মধ্যে ১২৮টি ভোট পড়েছে। ৫জন ভোট দিতে আসেননি। ১২৮ ভোটের মধ্যে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়েছেন। আর আরেক প্রার্থি জনাব মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। ১২৩ ভোট পাওয়া জনাব তাবিথ আউয়ালকে ২০২৪-২০২৮ মেয়াদের জন্য বাফুফে সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’
এর আগে স্বতন্ত্র থেকে ২০১২ এবং ২০১৬ সালের নির্বাচনে দুইবার সহসভাপতি পদে নির্বাচিত হন তাবিথ। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে সহসভাপতি পদে মহিউদ্দিন আহমেদ মহির কাছে এক ভোটে হেরে যান তিনি।
আপনার মতামত লিখুন :