সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় সকাল থেকেই ভুমিকম্পের কথা শোনা যাচ্ছিল। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে।

দুপুরের পর আবহাওয়া অধিদপ্তরের ভুমিকম্প পর্যবেক্ষন ও গবেষনা কেন্দ্রের পেশাগত সহকারি নিজাম উদ্দীন আহমদ সাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে।

এদিকে মৃদু এ ভুমিকম্পটি অনুভূত হয়নি আশুলিয়ার বাইপাইলের স্থানীয় বাসিন্দাদের কাছে।

স্থানীয় কয়েকজন বলেছেন, আজকে যে বাইপাইল এলাকায় ভুমিকম্প হয়েছে সেটা আমরা বুঝতেই পারিনি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারি আজকে ভুমিকম্প হয়েছে। তবে আজকের ভুমিকম্প হওয়ার বিষয়ে আমরা টের পাইনি। গতকাল যে ভুমিকম্প হয়েছিলো সেটা আমরা জানি।

আজকের ভূমিকম্প ঘিরে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানান স্থানীয় ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা প্রণব চৌধুরী।

মোঃ আনোয়ার সুলতান, সাভার (ঢাকা)।