“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি” -শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি গঠন করেছিলেন। তিনি এই দেশের হাল ধরেছিলেন এবং কৃষক ও শ্রমিক ভাইদের ভাগ্যের উন্নয়নের চাকা ঘুরিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই দুইবার এদেশের রাষ্ট্র পরিচালনা করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিনে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী মাদ্রাসার মাঠে হাজ্জী আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুন্য রেখে আমাদের মর্যাদাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা একটি আত্ম নির্ভরশীল জাতিতে পরিণত হয়েছি”।

অনুষ্ঠানে গরীব দুস্থ ও অসহায় তিন হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ আনোয়ার সুলতান, সাভার (ঢাকা)।