“যারা কুরআন শরীফ হাতে দিয়ে ওমুক মার্কায় ভোট না দিলে আপনারা জান্নাতে যেতে পারবে না”- বলে দাবি করে সেই সব রাজনৈতিক দলকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার কালামপুর আমানত নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলা দলের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করেছে তারা শুধুমাত্র এই দেশকে ছোট করছে না তারা ইসলামকে বিক্রিত করছে এবং ইসলামকে ছোট করছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধামরাই থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক এম এ জলিল, ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ সহ আরও অনেকে।

মোঃ আনোয়ার সুলতান, সাভার (ঢাকা)।