
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: মহাত্মা লালন ফকিরের ভাব দর্শন এবং মানবতাবাদী চিন্তাধারার প্রতি গভীর আকর্ষণ অনুভব করে সুদূর কানাডা থেকে সুধা সিন্ধু ভাব আশ্রম পরিদর্শনে বাংলাদেশে এলেন গবেষক তেরেজ লোসে হেগুনি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ সাধু গুরু শফি মন্ডল এর আখড়া বাড়ি সংলগ্ন সুধা সিন্ধু ভাব আশ্রম পরিদর্শন করেন তিনি।
জানা যায়- লালন শাহের মরমী সাধনা, গান এবং তার জীবনবোধ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা করছেন এই কানাডীয় গবেষক। আশ্রম পরিদর্শনের মাধ্যমে তিনি লালন ফকিরের ভাব ধারাকে আরও কাছ থেকে উপলব্ধি করতে এবং তার গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।
লালন ফকিরের আধ্যাত্মিক ও সামাজিক দর্শন সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভ করা,আশ্রমের পরিবেশ, সাধু-ভক্তদের জীবনযাত্রা এবং গুরু শফি মন্ডলের আখড়াবাড়িতে লালন ভাবধারা কীভাবে চর্চিত হয়, সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং লালন ফকিরের মানবতাবাদী বার্তাটি আন্তর্জাতিক মহলে আরও জোরালোভাবে তুলে ধরতে আগ্রহ প্রকাশ করেন।
সাধু গুরু শফি মন্ডলের সুযোগ্য কন্যা ফারজানা ববি লিনা গবেষক তেরেজ লোসে হেগুনি কে লালন ফকিরের ভাবালোকের প্রতি এই আন্তরিক আগ্রহের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তার এই উদ্যোগ লালন দর্শনকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরতে সাহায্য করবে বলেও লিনা মনে করেন ।





