
মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিপন ও ইয়াছিন হত্যা মামলার পাল্টা ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) রাতে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতার হওয়া তিনজন হলেন- বড়িকান্দি গ্রামের আতিকুর রহমান হৃদয় (২৮), নুরজাহানপুরের সাইমন (২০), থোল্লাকান্দির বাবলু মিয়া (২০)।
র্যাব ও পুলিশের তথ্য অনুযায়ী, বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকাকে কেন্দ্র করে থোল্লাকান্দির রিফাত ও নুরজাহানপুরের শিপন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে উত্তেজনা চলছিল। গত ১ নভেম্বর রাতে ওই বিরোধের জেরে রিফাতের নেতৃত্বে চালানো হামলায় গুলিবিদ্ধ হন শিপন ও ইয়াছিন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। এর পরদিন শিপনের বাবা কুখ্যাত মনেক ডাকাতের সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে থোল্লাকান্দির এমরান মাস্টারের অফিস ভাঙচুর করে এবং গুলি করে গুরুতর আহত করে।
র্যাব-৯ এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো নুরনবী বলেন, নবীনগরে সংঘর্ষ ও হত্যাকাণ্ড নিয়ে দুটি পৃথক মামলা হয়েছে। হত্যাকাণ্ডের মামলায় এর আগে র্যাব দুজনকে অস্ত্রসহ গ্রেফতার করে আর পুলিশ আরও দুজনকে ধরে মোট চারজনকে আটক করে। বুধবার পাল্টা হামলার মামলায় গ্রেফতার হওয়া এই তিনজনসহ মোট সাতজন এখন পুলিশের হেফাজতে রয়েছেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম জানান গ্রেফতার ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।





