হাবিপ্রবি প্রতিনিধি: “টেকসই সমাজ বিনির্মাণে স্কাউটিং” প্রতিপাদ্যকে সামনে রেখে পায়ে হেঁটে ১৫০ কি: মি: পরিভ্রমণ এর লক্ষ্যে মঙ্গলবার (১১ নভেম্বর) দিনাজপুর বড় মাঠ (জিরো পয়েন্ট) হতে হরিণমারী, ঠাকুরগাঁও এর উদ্দেশ্যে যাত্রা করেন দিনাজপুর জেলার তিন (৩) জন রোভার।

পরিভ্রমণে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রোভার মেট কৃষ্ণেন্দু সাহা (দলনেতা), আদর্শ মহাবিদ্যালয়ের মো.নাইম ইসলাম নিলয় (দিক নির্দেশক) ও দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের মোজাম্মেল হক (পর্যবেক্ষক)। এই দীর্ঘ পদযাত্রায় তারা স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ, প্রশাসনিক কার্যালয়, ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা পরিদর্শন করবেন। পাশাপাশি পরিবেশ সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রচারণা চালিয়েছেন সাধারণ মানুষের মাঝে।

গত শনিবার (১৫ নভেম্বর) তারা দিনাজপুর জিরো পয়েন্ট হয়ে সেতাবগঞ্জ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও), হরিপুর, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী হয়ে হরিণমারীর বিখ্যাত সূর্যপূরী আমগাছ এ পোছায় এবং এর মাধ্যমে তাদের এই সুদীর্ঘ পদভ্রমন সমাপ্ত করেন।

দিনাজপুর জিরো পয়েন্ট এসে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সমাপ্তি করলেন।

সিনিয়র রোভার মেট ও দলনেতা কৃষ্ণেন্দু সাহা বলেন, “এই পাঁচ দিনের ভ্রমণ সব মিলিয়ে অন্যরকম একটা অনূভুতি ছিল। মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। অচেনা পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা হয়েছে। যা পরবর্তী জীবনে আমাদের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।”