
মো. সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা উল্টে এক পাহাড়ি নারী নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাপ্তাই–আসামবস্তি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি থেকে কাপ্তাইগামী নম্বরবিহীন সিএনজি অটোরিকশাটি হঠাৎ বন্যহাতির সামনে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সিএনজিটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ঝর্ণা চাকমা (৬০) নামের এক নারীকে মৃত ঘোষণা করেন।
মৃত ঝর্ণা চাকমা (৬০) রাঙ্গামাটি সদর জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মিলন ক্লান্তি কারবারি স্ত্রী। দূর্ঘটনায় সুবিতা চাকমা (৭০) নামের একজন গুরুতর আহত হলে রাঙ্গামাটি সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অন্য আহতরা হলেন- জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার ত্রিজয় চাকমা (২৫, ড্রাইভার), অনিমেষ চাকমা (২২) ও মগবান ইউনিয়নের গোলাছছড়ি গ্রামের সুবিতা চাকমা (৭০)।
দূর্ঘটনায় কবলিত সিএনজির আনুমানিক ২০ মিনিট আগে জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় রাঙ্গামাটি–কাপ্তাইগামী আরেকটি সিএনজি বন্যহাতির আক্রমণে পড়ে খাদে পড়ে যায়। তবে সিএনজিটিতে যাত্রী না থাকায় কেউ আহত হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুইটি সিএনজি উদ্ধার করে স্টেশনে নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সড়কের এই অংশে বন্যহাতির বিচরণ বেড়েছে। তাই দুর্ঘটনা এড়াতে নিয়মিত টহল, পর্যাপ্ত আলো এবং সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনসহ জরুরি নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।





