
আশেকে এলাহী শিবলী ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে কাতার সরকারের আর্থিক সহায়তায় নির্মিত পূর্ব চান্দারপাড়া ঈদগাহ মাঠ ও জামে মসজিদের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ কমিটির আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ ঈদগাহ মাঠ ও জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বগুড়া- ৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ।
মসজিদ কমিটির সভাপতি গোলাম গোফফা্র সরকারের সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য তরুণ রাজনীতি আসিফ সিরাজ রব্বানী সানভি।
প্রধান অতিথি ও বরেণ্য অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আল্লাহর ঘর মসজিদ একটি ধর্মীয় চেতনার জায়গা। আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলাম চর্চার মধ্যে দিয়ে বেড়ে ওঠে মসজিদ হচ্ছে সেরকম একটি পবিত্র স্থান। আপনারা জানেন নানা ধরনের ষড়যন্ত্র চলছে আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে। যত মসজিদ গড়ে উঠবে, তত মানুষ এই চেতনা ও মূল্যবোধ নিয়ে গড়ে উঠতে পারবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা প্রয়োজন আছে। আমরা চাই আগামী প্রজন্ম অবশ্যই একটি প্রগতিশীল রাষ্ট্রে তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে। আমাদের যারা মুসলমান ঘরের ছেলেরা তারা যেন ইসলামী চেতনা ও মূল্যবোধের জায়গা থেকে সরে না যায়। যদি ইসলামী মূল্যবোধ তাদের মাঝে ঠিক থাকে, তাহলে তারা কখনো বিপথে যাবে না। তারা কোন অনৈতিক কোন কাজ করবে না। কারণ মানুষ নৈতিকতা নিয়ে বেড়ে ওঠে উচিত। নৈতিকতা কিন্তু ইসলামই এ শিক্ষা টা দেয়।
এসময় বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, সিনিয়র সহ সভাপতি হায়দার আলী হিন্দোল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সদস্য এ্যাড রেজানুল ইসলাম ঠান্ডু, ধুনট সরকারি নইমুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক আবু মূসা, বুলবুল আহমেদ মিঠু, মনিবুর রহমান, মাহমুদুল হাসান সুমন, সিনিয়র সদস্য সুমন খন্দকার, মিদূল হাসান, জাহিদুল ইসলাম মধু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, ধুনট উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, রাসেল মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, হাসান মাহমুদ অপূর্ব, ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া ও অত্র মসজিদ কমিটির নেতৃবৃন্দ, মুসুল্লিগণ সহ বিএনপি যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





