
আজ বুধবার সকাল হওয়ার আগেই সাভারের আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় থেমে থাকা (পার্কিং করা) আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে কান্নায় ভেঙ্গে পরেন বাসের মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।
বাসের চালক জানান, রাতে পার্কিং করে বাসের ভিতরই ঘুমিয়ে ছিলেন চালক সাত্তার। ভোর ৪টার দিকে হঠাৎ মোটরসাইকেলে করে ৪ জন দুর্বৃত্ত এসে আগুন দিয়ে পালিয়ে যায়। টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে মালিকসহ কোম্পানির লোকজনকে খবর দেন চালক। পরে আশেপাশের লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে। আগুনে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে ইঞ্জিনসহ বাসের সবকিছু।
মোঃ আনোয়ার সুলতান, সাভার (ঢাকা)।





