
মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া থেকে॥
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যবসায়ী মো. সালাম খান হত্যা মামলায় প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলার অন্য তিন আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের ইকবাল মিয়া, যিনি বর্তমানে জামিনে থাকা অবস্থায় পলাতক। খালাসপ্রাপ্ত তিন আসামি হলেন সোহাগপুর গ্রামের জাহানারা, মো. বাছির মিয়া ও নজরুল মিয়া।
মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি আশুগঞ্জ পূর্ব বাজারের ব্যবসায়ী ইকবাল মিয়া চেকের মাধ্যমে সালাম খানের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জেরে ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইকবাল মিয়া টাকা ফেরত দেয়ার কথা বলে সালাম খানকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় নিয়ে যান, এরপর থেকে সালাম খান নিখোঁজ ছিলেন।
পরের দিন দুপুরে সোনারামপুরের একটি রাইস মিলের পাশে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার হয়। নিহতের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফখর উদ্দিন আহম্মদ খান জানিয়েছেন, আসামিরা টাকা ফেরত না দেওয়ার জের ধরে সালাম খানকে হত্যা করেছে। তিনি আরও বলেন, আদালত একজনকে জাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, আর তিনজনকে খালাস দিয়েছেন। রায়ের কপি বিশ্লেষণ করে প্রয়োজনীয় ক্ষেত্রে উচ্চ আদালতে আপিল করা হবে।





