রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ


Press Desk BD প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৪, ৪:১৬ অপরাহ্ন
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ চার দফা দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন সংগঠনের কর্মীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে তারা ঘেরাও ও অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে বঙ্গভবনের সামনে অবস্থান নেন।

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি (স্বারক), জিয়া সাইবার ফোর্সসহ আরও কয়েকটি সংগঠন এই বিক্ষোভে অংশ নেয়। এছাড়া ব্যক্তিগত ব্যানারেও অবস্থান নেন কেউ কেউ।

এর আগে, সকালে বিক্ষোভকারীরা রাজু ভাস্কর্যের সামনে থেকে রওনা দিলে শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। কিন্তু তারা সে বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যায়। পরে বঙ্গভবনের সামনে অবস্থান নিলে তাদের ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া বঙ্গভবনের সামনেও কড়া অবস্থানে থাকেন আইনশৃঙ্খলা বাহিনী।

বিক্ষোভকারীরা চারটি দাবি পেশ করে বলেন, অনতিবিলম্বে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে; সংবিধান বাতিল করতে হবে; বিপ্লবী জাতীয় সরকার গঠন করাসহ সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।