মোহাম্মদ ইদ্রিস: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সিগন্যাল পোস্টের তার চুরির ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। সিগন্যাল ব্যবস্থায় ব্যবহৃত এসব বিশেষ তার ট্রেন নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ বন্ধ রয়েছে, ফলে যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অল্প সময়ের ব্যবধানে আখাউড়ায় দ্বিতীয়বারের মতো সিগন্যাল ক্যাবল চুরি হয়েছে। চলতি মাসে প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে তার চুরির ঘটনা ঘটছে। গত মাসেও এখান থেকে ট্রান্সফরমার চুরি হয়েছিল। এসব ঘটনায় রেলসেবা ব্যাহত হচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, সিগন্যাল ব্যবস্থায় ব্যবহৃত এসব বিশেষ তার ট্রেন নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাল, সবুজ ও হলুদ সংকেতের মাধ্যমে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ফলে তার চুরি হলে পুরো সিগন্যালিং সিস্টেমই বিপর্যস্ত হয়ে পড়ে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটের আশুগঞ্জ থেকে আখাউড়া এবং আখাউড়া-সিলেট রুটের হবিগঞ্জের নোয়াপাড়া পর্যন্ত এলাকাগুলোতে নিয়মিত তার চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে।

আখাউড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. নূর নবী বলেন, “সকালে ডিউটিতে এসে দেখি সিগন্যাল কাজ করছে না, ফলে ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ করতে পারছে না। আপাতত ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।”

রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সংকেত) মো. জোবায়ের জানান, “আখাউড়ার দেবগ্রাম এলাকায় সিগন্যাল পোস্টের তার চুরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে। নতুন তার স্থাপনের কাজ চলছে, তবে কিছুটা সময় লাগবে।”