
মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে আরিফ মীর (৩৮) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে ইমরান নামের এক যুবক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই ইউনিয়নে গত ৩ নভেম্বর তুহিন দেওয়ান নামের আরেক যুবককে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) ভোর সকালে স্থানীয় আধিপত্যের জেরে জিন্নত মীর, হোসেন মীরদের সাথে একই বংশের আরিফ মীরদের দ্বন্দ্ব বাঁধে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আরিফ নিহত হন।
সকাল পৌনে ৮টার দিকে মৃত অবস্থায় স্বজনরা আরিফের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, এক পক্ষ চায় আরেক পক্ষ এলাকায় থাকবে না। এ নিয়ে বিরোধের সূত্রপাত। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





