মো: আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার বিভিন্ন দোকানে চাল সরবরাহ করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইসরাত জাহান ময়না ও মাসুদ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আখতার ফারুক পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আক্তার ফারুক ‘রূপসী বাংলা গ্রুপ’-এর পক্ষ থেকে বিপুল পরিমাণ চাল সরবরাহ করেন। কিন্তু সরবরাহকৃত পণ্যের বিপরীতে ৭ লক্ষাধিক টাকার অর্থ তারা পাননি।

অভিযোগে উল্লেখ আছে, ইসরাত জাহান ময়নার নির্দেশে মাসুদ নামের এক ব্যক্তি আক্তার ফারুকের ট্রাক থেকে চাল নামিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করেন। দোকানগুলো থেকে পুরো টাকা ওই দুজন নিজেদের কাছে নেন এবং পরবর্তীতে ভুক্তভোগীকে টাকা দিতে তালবাহানা শুরু করেন।

স্থানীয়ভাবে দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব দোকানে চাল সরবরাহ করা হয়েছিল, সেসব দোকান থেকে চালের পুরো টাকা ময়না ও মাসুদ নিজেরাই নিয়েছেন।

চালের টাকা না পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আখতার ফারুক তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চাল সরবরাহের টাকা বুঝিয়ে না পেয়ে থানায় লিখিত অভিযোগ মালিকের।

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মাজেদ জানান, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে। প্রমাণ স্বাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, “অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে।”

ভুক্তভোগী আক্তার ফারুক বলেন, “আমি পরিশ্রম করে চাল সরবরাহ করেছি, কিন্তু এখন পর্যন্ত টাকা পাইনি। অভিযুক্তরা বারবার অজুহাত দিচ্ছে। আমি প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাল বাণিজ্যের নামে এই ধরনের প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।