
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২ নভেম্বর তারিখে।
আজ বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নির্বাচনী তাফসিল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ১৯৭৩ সালের অধ্যাদেশ বহির্ভূত কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন, পরিচালনা বা নির্বাচনের কোন বিধি-বিধান ছিল না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শিক্ষকদের সমর্থন ও বিশ্ববিদ্যালয় এর প্রশাসনের সহযোগিতা ও জনপ্রত্যাশার ফসল আসন্ন জকসু ও হল সংসদ নির্বাচন।
গত, ২৮ অক্টোবর জকসু সংশ্লিষ্ট বিধিমালাটি অনুমোদিত হয়। পরের দিন সকাল ৮টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিধিমালার ১৫(১) বিধি অনুযায়ী ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় এবং সেই প্রজ্ঞাপন পাওয়ার ১৫ মিনিটের মধ্যে সকাল ৯টায় পূর্ণ নির্বাচন কমিশন তাদের প্রথম সভাটি করতে সক্ষম হন।
আরও উল্লেখ করা হয়, “নির্বাচন কমিশন প্রথম দিন থেকেই জকসু সংশ্লিষ্ট এক বিধিবালার ১৫(৪) বিধি অনুযায়ী সম্মলিত নির্বাচনের আচরণবিধিমালা প্রণয়নের কাজ শুরু করে এবং গতকাল তা চূড়ান্ত অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়।”
তারা আশা করছেন, অনুমোদিত কপিটি নির্বাচন কমিশনের ওয়েবপোর্টাল এ পাওয়া যাবে এবং ১৫(৫) বিধি অনুযায়ী আজকে তফসিল ঘোষণা করা হয়। যা এটিও নির্বাচন কমিশনের ওয়েব পোর্টালে পাওয়া যাবে।





