
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
রাজশাহীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ‘সচেতন রাজশাহীবাসী’ ব্যানারে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার ব্যবহারের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
মিটারের ওভারলোড হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যাটারিতে চার্জ কম থাকলেও অনেক সময় মিটার লক হয়ে যায়।
এ ছাড়া, রিচার্জ করার সময় অতিরিক্ত ভ্যাট ও সার্ভিস চার্জ কাটার অভিযোগও তোলেন অনেকে, যা গ্রাহকদের খরচ বাড়াচ্ছে। বয়স্ক ও কম শিক্ষিত মানুষের জন্য মিটার ব্যবহার করা জটিল হয়ে পড়েছে বলেও অভিযোগ করা হয়।
তাদের দাবি সমূহঃ
১। অবিলম্বে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে।
২। বিদ্যুতের বিভিন্ন স্ল্যাব সমন্বয় করতে হবে। ডিমান্ড চার্জ বাতিল করতে হবে।
৩। নতুন সংযোগের ক্ষেত্রে জটিলতা কমাতে হবে।
৪। সার্ভিসের মান বাড়াতে হবে এবং অতিরিক্ত চার্জ কমানো হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলন শুরু করবেন।





