
এনামুল আফ্রাদ।
নরসিংদী জেলা প্রতিনিধি, ০২ নভেম্বর ২০২৫।
জমি সংক্রান্ত বিরোধের জেরে নরসিংদীর রায়পুরা উপজেলায় চাচার হামলায় দুই ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে।
শনিবার (১ নভেম্বর ২০২৫) বেলা আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বসতবাড়ির বেড়া ভাঙাকে কেন্দ্র করে চাচা আউয়াল মিয়া পক্ষের লোকজন ভাতিজা শাকিল (২২) ও ফুরা মিয়া (২৬)-এর ওপর অর্তকিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত দুজনই আবু তাহেরের পুত্র এবং চরসুবুদ্ধি বাজারের পূর্ব পাশে বসবাস করতেন।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে ৫টি বড় দা ও ৪টি ছুরি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।





