
সৈয়দ মোহাম্মদ কায়সার।
চট্টগ্রাম, ২ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দাঁড়িপাল্লার পক্ষে সারা দেশে আজ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা আল্লাহর বিশেষ অনুগ্রহ, এবং দেশের সাধারণ মানুষের ন্যায়-নীতি, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের প্রতি আস্থার প্রতিফলন। এই গণজোয়ারকে আমাদের বিজয়ে পরিণত করতে হলে আবেগ নয় বরং প্রজ্ঞা, ধৈর্য্য ও কৌশলের সমন্বয়ে অগ্রসর হতে হবে।
শনিবার ১ (নভেম্বর) রাত ৮ টায় এক কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম শহরে অবস্থানরত চকরিয়া পেকুয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়— তারা চায় সুশাসন, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত সমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। দাঁড়িপাল্লা আজ সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। তাই এই গণসমর্থনকে টেকসই রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে হলে আমাদের প্রত্যেক কর্মী ও সমর্থককে সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, কেবল জনসমর্থন অর্জনই যথেষ্ট নয়, সেই সমর্থনকে বিজয়ে পরিণত করতে কৌশলগত পরিকল্পনা, ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ, এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করে, কেন্দ্রের নির্দেশনা মেনে, তৃণমূলের মানুষের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখতে হবে।
মুহাম্মদ শাহজাহান আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ, জনগণের দোয়া, নেতাকর্মীদের ত্যাগ ও প্রজ্ঞাপূর্ণ পরিচালনার মাধ্যমে দাঁড়িপাল্লার এই গণজোয়ার আগামী দিনে বিজয়ে পরিণত হবে। আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধের রাজনীতি।
চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চকরিয়া পেকুয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক ও চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি ড. আ.ম.ম মাসরুর হোসাইন, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, শিক্ষাবিদ ড. সানা উল্লাহ, ব্যবসায়ী সরফরাজ আল নেওয়াজ চৌধুরী, অধ্যাপক মিছবাহ উদ্দীন, অধ্যাপক বাহার উদ্দিন জুবাইর, অধ্যাপক কফিল উদ্দীন, ড. কফিল উদ্দীন ফারুক, সাবেক ছাত্রনেতা মুর্শেদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব, রেজাউল করিম প্রমুখ।





