
বাংলাদেশ জামায়েতী ইসলামীর একমাত্র দাবি হচ্ছে সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। “তারুণ্যের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক” এই ব্যনারে আয়োজিত আশুলিয়ায় নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সেক্রেটারি এবং ঢাকা-১৯ আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন এ কথা বলেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আশুলিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে নির্বাচনী এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী এ সভায় অংশ নিয়েছেন জনসাধারণসহ জামায়াতে ইসলামীর প্রায় ৫’শতাধিক নেতাকর্মীরা।
মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সেক্রেটারি এবং ঢাকা-১৯ আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন।
জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার বিষয়ে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের নিরীহ ছাত্রজনতা, শ্রমিক প্রাণ দিলো ২৪’র জুলাইয়ে। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। তাদেরকে সুরক্ষা দেয়ার জন্য যে জুলাই সনদ পরিনত হয়েছে, বাংলাদেশ জামায়েতী ইসলামীর একমাত্র দাবি হচ্ছে সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতির বাস্তবায়নের মাধ্যমে, নিরীহ শান্তিকামি মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের মানুষ নির্বাচিত করবে। আগামীতে কোন দল ক্ষমতায় যাবে এবং কোন দল যাবে না তার দায়-দায়িত্ব জনগণের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান মাহবুব মাষ্টার রাজনৈতিক সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা, মোঃ হারুনুর রশিদ সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা জেলা এবং আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা অধ্যক্ষ বশির আহমেদ, আসাদুজ্জামান জীম জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলা সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মোঃ আনোয়ার সুলতান
সাভার (ঢাকা)





