রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোলাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে গেছে।

নিহত তরুণের নাম আবুল কালাম আযাদ। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার বাড়ি শরিয়তপুরে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। তিনি বলেন, এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। জাপানিজ ঠিকাদারদের ত্রুটি ঠিক করতে বলা হলেও তারা করেনি।

গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়িতে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এ ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বিয়ারিং প্যাড ব্যবহার হয় বড় সেতু বা উড়ালপথ নির্মাণে। পিলার ও উড়ালপথের সংযোগস্থলে বসানো এই রাবারের উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারে না দিয়ে মাটির দিকে নামিয়ে দেয়। বাংলাদেশের মেট্রোরেলেও এটি ব্যবহার করা হয়েছে।