পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 


Press Desk BD প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৪, ১:৫৫ অপরাহ্ন
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 

পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বুধবার (১৯ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোতে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেছেন, উদ্বেগের বিস্তার এবং সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারের হুমকির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়া পাকিস্তানের অন্যতম সংস্থা হচ্ছে দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স (এনডিসি)। এটি ইসলামাবাদে অবস্থিত।

এ ছাড়া রয়েছে আক্তার অ্যান্ড সনস প্রাইভেট লিমিটেড। করাচিতে অবস্থিত প্রতিষ্ঠানটি এনডিসির দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন রসদ সরবরাহ করে।

তৃতীয় সংস্থাটি হলো অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল। এটির অবস্থানও করাচিতে। এই প্রতিষ্ঠানও এনডিসিতে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে।

মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া পাকিস্তানের আরেকটি প্রতিষ্ঠান হলো রকসাইড এন্টারপ্রাইজ। করাচিতে অবস্থিত এই প্রতিষ্ঠানও এনডিসিতে রসদ সরবরাহ করে।