টঙ্গীর পর ঢাকা মেডিকেলেও জুবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষ, সেনা মোতায়েন


Press Desk BD প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
টঙ্গীর পর ঢাকা মেডিকেলেও জুবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষ, সেনা মোতায়েন

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে চলা সংঘর্ষের ঘটনার রেশ এসে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও। সেখানে মাওলানা সাদ ও মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢামেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

জানা যায়, বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকেই টঙ্গী ইজতেমা ময়দান সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতলের ভেতরে ও সামনের ফটকে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে নিরাপত্তার জন্য পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়ন করা হয়।

সেনাবাহিনীর ১৮ ইস্ট বেঙ্গল এর ক্যাপ্টেন সাদমান বলেন, সকালে হাসপাতালে জুবায়ের পন্থী ও সাদ পন্থীর অনুসারীদের মধ্যে হাসপাতালেও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর শুনে এখানে সেনাবাহিনী নিয়োজিত করা হয়। পরে দুই পক্ষকে হাসপাতালের ভেতর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।