আইপিএল ট্রফি জয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো বেঙ্গালুরুতে। ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুতে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) দলের সম্বর্ধনাকে কেন্দ্র করে দুই জায়গায় পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ৯ জন এবং বিধানসভা প্রাঙ্গণে দুজনের মৃত্যু হয়েছে। সেখানে আরসিবি দলের সদস্যরা বিমানবন্দর থেকে সোজা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এছাড়া এতে আহত হয়েছেন অনেকে।

বুধবার (৪ জুন) বিকাল ৪টা ৪৫ মিনিট নাগাদ স্টেডিয়ামের কিছু গেটের বাইরে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। যার ফলে বহু সংখ্যক মানুষ আহত হন। ২০ জনেরও বেশি লোককে শিবাজিনগরের বোরিং এবং লেডি কার্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বোরিং হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মোট ১৭ জন রোগীকে দ্রুত সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে।  ৯ জনকে ভিট্টল মালিয়া রোডের বৈদেহি সুপারস্পেশালিটি হাসপাতালে নেয়া  হয়েছে। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, আরসিবি’র প্রথম আইপিএল ট্রফি জয় উপলক্ষে স্টেডিয়ামে উৎসবের আয়োজন করা হয়েছিল। বহু মানুষ ভেতরে প্রবেশের জন্য সমবেত হয়েছিলেন। লক্ষাধিক মানুষের ভিড়ের চাপ সামলাতে ব্যর্থ ব্যাঙ্গালুরু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তবে স্টেডিয়ামের বাইরে যখন স্বজন বিয়োগের আর্তনাদ, তখন ভেতরে আইপিএল ট্রফি নিয়ে বিরাট কোহলিদের উল্লাস ও গান বাজনায় মেতে থাকা নিয়ে নিন্দায় সরব হয়েছেন ক্রীড়াপ্রেমীরা।