তবে কি বিয়ের পীড়িতে বসছেন তামান্না!


Press Desk BD প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
তবে কি বিয়ের পীড়িতে বসছেন তামান্না!

বেশ লম্বা সময় ধরেই প্রকাশ্যে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মা। দুজনের মাঝে প্রেমের সম্পর্ক চলছে। প্রায়ই দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায়। শুরুতে একাধিকবার দুজনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও দুজনেই নিজেদের সম্পর্কের বিষয়ে নীরব ছিলেন।

তবে পরবর্তীতে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন দুজনেই। এখন আর কোনো লুকোচুরি নেই, প্রকাশ্যেই প্রেমের গল্প রচনা করে চলেছেন এ জুটি। প্রেম তো অনেক হলো। এবার কি তবে বিয়ের পালা? হ্যাঁ, বিয়ের কথা ভাবছেন তামান্না-বিজয়।

এমনটাই শোনা যাচ্ছে মুম্বাই নগরীর শোবিজ অঙ্গনে। নতুন বছরেই তাঁদের বিয়ের সানাই বাজবে বলে জোর গুঞ্জন রয়েছে। এরই মধ্যে বসবাসের জন্য বাড়ি খোঁজা শুরু করেছেন তাঁরা। যদিও বিয়ের প্রসঙ্গে অভিনেতা-অভিনেত্রীর কেউই এখনো মুখ ফুটে কিছু বলেননি।

তবে সম্প্রতি তামান্নাকে দেখা গেছে বলিউডের নামজাদা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে। মুম্বাই নগরীর তারকাদের অধিকাংশই বিয়ের পোশাক তৈরি করেন মনীশের কাছ থেকে। ধারণা করা হচ্ছে, তামান্নাও সে উদ্দেশ্যেই মনীশের বাড়িতে গেছেন।

গত বছর মুক্তি পাওয়া ‘লাস্ট স্টোরিজ ২’তে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন তামান্না ও বিজয়। এই ওয়েব ফিল্মটিতে কাজ করতে গিয়েই একে অন্যের প্রেমে পড়েন দুজন। এরপর থেকেই একসঙ্গে সময় কাটাচ্ছেন দুজন।