
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণচুক্তির অংশ হিসেবে ডলারের বিনিময় হারে আরও নমনীয়তা আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর ফলশ্রুতিতে ডলারের মূল্য কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শর্ত মেনে নেওয়ায় আইএমএফ চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে দুই কিস্তিতে ১৩০ কোটি ডলার ঋণ ছাড় করতে যাচ্ছে, যা আগামী জুন মাসের মধ্যেই বাংলাদেশে পৌঁছাবে।
দীর্ঘ আলোচনার পর সমঝোতা
আইএমএফের সঙ্গে ঋণের শর্ত পূরণ না হওয়ায় এক পর্যায়ে চতুর্থ কিস্তির অর্থছাড় আটকে যায়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বিনিময় হারে নমনীয়তা আনার ব্যাপারে সম্মত হওয়ায় সমঝোতা সম্ভব হয়। এই সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন বৈঠকও অন্তর্ভুক্ত।
বাংলাদেশ ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “ঋণের কিস্তির ডলারের চেয়েও বড় প্রয়োজন হলো আর্থিক খাতের কাঠামোগত সংস্কার চালিয়ে যাওয়া। এ জন্য ঋণ কর্মসূচি অব্যাহত রাখা জরুরি।”
‘ক্রলিং পেগ’ পদ্ধতির নমনীয়তা বৃদ্ধি
বর্তমানে বাংলাদেশ ব্যাংক ‘ক্রলিং পেগ’ পদ্ধতিতে ডলার-টাকার বিনিময় হার নির্ধারণ করে, যেখানে প্রতি ডলারের বিপরীতে মূল বিনিময় হারের (১১৯ টাকা) ±২.৫% ওঠানামার সুযোগ রয়েছে। আইএমএফ চাইছিল ±১০% পর্যন্ত ওঠানামার সুযোগ, তবে বাংলাদেশ আপাতত ±৪-৫% পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। এর ফলে ডলারের দাম সর্বোচ্চ ১২৫ টাকা পর্যন্ত উঠতে পারে।
রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা
চলতি ২০২৪–২৫ অর্থবছরের ১০ মাসে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ২৫ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স হতে চলেছে। একই সময়ে রপ্তানি আয়ের ধারা ভালো এবং হুন্ডি হ্রাস পাওয়ায় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে।
এদিকে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বকেয়া পরিশোধের পরও আইএমএফের বিপিএম-৬ মান অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে, আর মোট রিজার্ভ রয়েছে ২৫ বিলিয়নের বেশি।
বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদের অভিমত
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “বিনিময় হার নমনীয় করার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। রপ্তানি ও রেমিট্যান্স দুটোই ঊর্ধ্বমুখী, আন্তর্জাতিক বাজারেও পণ্যমূল্য কমছে। আইএমএফের কিস্তি ছাড়া হলে অন্যান্য উন্নয়ন সহযোগীদের ঋণও সহজ হবে।”
তিনি আরও বলেন, “ডলারের দাম বাজারভিত্তিক নির্ধারণ করতে হবে, তবে তা নিয়ন্ত্রণহীন নয়। বিশ্বব্যাপী এখন বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে হস্তক্ষেপমূলক বিনিময় হার ব্যবস্থাই স্বীকৃত।”
আনুষ্ঠানিক ঘোষণা আসছে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আজ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অর্থছাড়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। আইএমএফের পক্ষ থেকেও দ্রুতই বিবৃতি আসবে বলে জানা গেছে।





