জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনপদ


Press Desk BD প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন
জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনপদ

শীত বাড়তে শুরু করেছে দিনাজপুরসহ উত্তরাঞ্চলে। হিমালয়ের পাদদেশে হওয়ায় দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলায় শীতের প্রকোপ আসে আগেভাগেই। এবারও তার ব্যাতিক্রম নয়। হিমেল হাওয়ার সঙ্গে বেড়েছে কুয়াশা।

গত দুই-তিন দিন ধরে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে দিনাজপুর। শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

হঠাৎ শীত চলে আসায় বিপাকে পড়েছেন অসহায়, শ্রমজীবী, ছিন্নমূল, দরিদ্র মানুষ। তারা শীত মোকাবেলায় হিমশিম খাচ্ছেন।

ঘনকুয়াশার কারণে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল করতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে। সকালে শীতের প্রকোপ অনুভূত হয়েছে। কাজের তাগিদে ঘর থেকে বের হতে অনেকেই শরীরে জড়িয়েছেন শীতের পোশাক।

গরম কাপড়ের মার্কেট লন্ড্রি বাজার হকারর্স মার্কেটসহ বিভিন্ন শপিং মলগুলোতে ক্রেতাসাধারণের ভিড় বেড়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো.তোফাজ্জল হোসেন জানালেন,  দিন দিন তাপমাত্রা আরও কমবে। এক সপ্তাহের মধ্যে শীত নেমে যাবে।