গ্রেপ্তার অবস্থায় থানা থেকে সাবেক ওসির পলায়ন, বর্তমান ওসি বরখাস্ত


Press Desk BD প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন
গ্রেপ্তার অবস্থায় থানা থেকে সাবেক ওসির পলায়ন, বর্তমান ওসি বরখাস্ত

হত্যা মামলায় গ্রেপ্তার অবস্থায় উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি মো. শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মো. মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উত্তরা পূর্ব থানা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি ও উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিল। তবে এর আগেই দুপুর সোয়া ১২টার দিকে উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যান শাহ আলম।

এ ঘটনায় সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।