এ যেন লো স্কোরিং থ্রিলার! শুরু থেকে ধুঁকতে থাকা বাংলাদেশ শেষদিকে শামিম হোসেন পাটোয়ারির ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায়। এরপর বোলাররা সেটাকেই বানিয়ে ফেলেন জয়সূচক স্কোর। টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হারালো লিটন কুমার দাসের দল।
সেন্ট কিটসে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১২৯ রান করে টাইগাররা। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন শামিম। জবাবে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। এছাড়া রিশাদ হোসেন, তানজীম হাসান সাকিব ও শেখ মেহেদী নেন ২টি করে উইকেট।
আপনার মতামত লিখুন :