বিদ্রোহীদের তীব্র আক্রমণে পর্যুদস্ত হয়ে সিরিয়ার প্রায় ২ হাজারের ও বেশি সেনা পালিয়ে ইরাকে আশ্রয় নিয়েছে। এক সামরিক সূত্রের বরাতে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমনটি জানিয়েছে।
এক বিবৃতিতে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলে সীমান্ত ক্রসিং দিয়ে দুই হাজারেরও বেশি সিরিয়ান সেনা ইরাকে পৌঁছেছে।
আল-কাইম সীমান্তবর্তী শহরের মেয়র তুর্কি আল-মাহলাভি রয়টার্সকে বলেন, শনিবার প্রায় দুই হাজার সিরীয় সেনা ইরাকে পৌঁছেছে।
এর আগে শনিবার ইরাকের দুটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছিল, সশস্ত্র বিদ্রোহী বাহিনীর হামলার মধ্যে ইরাক সিরিয়ার শত শত সেনাকে ঢুকতে দিয়েছে, যাদের মধ্যে কয়েকজন আহত হয়েছে।
এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেন, সৈন্যরা ফ্রন্টলাইন থেকে পালিয়ে আল-কাইম সীমান্ত ক্রসিং দিয়ে ইরাকে প্রবেশ করেছে। আহতদের ওই এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাজধানী দামেস্কের ঠিক দক্ষিণ এলাকা থেকে সরকারি বাহিনী পিছু হটার পর বিক্ষোভকারীরা শনিবার দক্ষিণাঞ্চলীয় শহর জারামানায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবার একটি বিশাল ভাস্কর্য ভেঙে ফেলে।
আপনার মতামত লিখুন :